বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Carles Cuadrat shared emotional post on the anniversary of Super Cup win

খেলা | প্রফেসর থেকে রাতারাতি গণশত্রু, সুপার কাপ জয়ের বর্ষপূর্তিতে আবেগঘন পোস্ট প্রাক্তন লাল-হলুদ কোচ কুয়াদ্রাতের

KM | ২৮ জানুয়ারী ২০২৫ ২০ : ১০Krishanu Mazumder


আজকাল ওয়েবডেস্ক: তিনি ছিলেন প্রফেসর। এক নিমেষেই তিনি হয়ে গিয়েছিলেন গণশত্রু। 

শুনতে হয়েছিল 'গো ব্যাক' স্লোগান। সেই কার্লেস কুয়াদ্রাত এদিন বরফ গলালেন। তাঁর ফেলে আসা সময়, প্রাক্তন হয়ে যাওয়া ক্লাব নিয়ে মুখ খুললেন সুদূর স্পেন থেকে। 

তার অবশ্য কারণও রয়েছে। ঠিক একবছর আগে আজকের দিনে মহানদীর পারে ট্রফির খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল। ১২ বছর ধরে ট্রফি বুভুক্ষু এক ক্লাবে তাঁর হাত ধরেই ট্রফি এসেছিল। 

এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সুপার কাজ জেতার মুহূর্ত। ক্লেটন সিলভা জয়সূচক গোলটি করার পরেই খালি গায়ে ছুটছেন। সবাই তাঁর উপরে জাঁপিয়ে পড়ছেন। কার্লেস কুয়াদ্রাত সুপার কাপ হাতে নিয়ে নরম ভাবে তাতে চুম্বন করছেন। 

এক বছর অনেক সময়। অনেক কিছু ঘটে যায়। পালাবদল ঘটে। কার্লেস কুয়াদ্রাতও সময়ের নিয়মে সরে গিয়েছেন তাঁর পুরনো ক্লাব থেকে। ব্যর্থতার দায় নিয়ে নিজেই চলে গিয়েছিলেন ক্লাব ছেড়ে। তাঁর ছেড়ে যাওয়া হটসিটে এখন বসেছেন অস্কার ব্রুজোঁ। সময়টা ভাল যাচ্ছে না লাল-হলুদের। কুয়াদ্রাত চলে গেলেও তাঁকে গঞ্জনা হজম করতে হয়। তাঁর জন্যই আজ ইস্টবেঙ্গলের এই হাল, এমনও শুনতে হয় স্প্যানিশ কোচকে। অন্ধকারের মধ্য়েই আলোয় ফেরার দিনটার স্মৃতিরোমন্থনে লাল-হলুদ সমর্থকদের। 

 ২৮ জানুয়ারি তো মনে রাখার। প্রতি বছর এই দিনটা আসবে আর ইস্টবেঙ্গল সমর্থকরা মনে করবেন, এক স্প্যানিশ কোচের হাত ধরে এক যুগের অনন্ত অপেক্ষা শেষ হয়েছিল। 

বিশেষ এই দিনে কার্লেস কুয়াদ্রাত কলম ধরলেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ''ঠিক একবছর আগে ফুটবল জগতে সবথেকে সুখকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমি। ভারতে আমি বেঙ্গালুরু এফসির হয়ে সুপার কাপ জিতেছিলাম। কিন্তু ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে সুপার কাপ জয়ের অভিজ্ঞতা সব দিক থেকেই অন্যধরনের। ঐতিহ্যশালী এক ক্লাব, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল সংখ্যক সমর্থক এবং অতি অবশ্যই ১২ বছর পরে ট্রফি বুভুক্ষু এক ক্লাবকে কাপ এনে দেওয়ার অনুভূতিই অন্যরকমের। 
আজকের এই বিশেষ দিনে সমর্থক ও বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কলকাতা ছেড়ে চলে আসার পরে আজ প্রচুর মেসেজ পেয়েছি সমর্থকদের কাছ থেকে। এটাই প্রমাণ করে তাদের ভালবাসা ও কৃতজ্ঞতা। একবার লাল-হলুদ, চিরকালের জন্যই লাল-হলুদ। কাপ হাতে শহরে ফেরার পরে বিমানবন্দরে ওই ভিড়টা ভুলব না। বাইক, গাড়ি-সহ সমর্থকরা আমাদের স্বাগত জানানোর জন্য এসেছিলেন বিমানবন্দরে। জয় ইস্টবেঙ্গল। ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।'' 

 

কলিঙ্গের ঘাসে সেদিন লেখা হয়েছিল অদম্য লড়াই-জেদের এক দারুণ মহাকাব্য। লড়াই-জেদ-হার না মানা মনোভাবই যে লাল-হলুদের রন্ধ্রে রন্ধ্রে,শ্বাসপ্রশ্বাসে, রক্তে, সেদিন তা দেখিয়ে দিয়েছিলেন ক্লেটন সিলভারা।

এক বছর আগের সেই হৃদয় উথাল পাতাল করা জয় হয়তো অস্কার ব্রুজোঁর দলকেও শিক্ষা দিয়ে গেল। ধৈর্যের জয় সেদিন দেখেছিল গোটা দেশ! অনন্ত প্রতীক্ষারও তো জিত হয়েছিল মহানদীর নীরে। সেই আপ্তবাক্য মনে করিয়ে দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত ও তাঁর দল, যে সয়, সে রয়...যে না-সয়, সে নাশ হয়। ইস্টবেঙ্গল সয়েছে, তাই রয়েছে। 

 


CarlesCuadratEastBengalSuperCup

নানান খবর

নানান খবর

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর

সোশ্যাল মিডিয়া